বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিক একটি ঐতিহ্য। বাঙ্গালী জাতির একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিবস টি উৎযাপন করার লক্ষ্যে সাইক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেলি ইয়াসমিন ম্যাম সাইক নার্সিং কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। অনুরুপভাবে সাথে সাইক গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অত্র কলেজের অধ্যক্ষ, কোর্স কো অর্ডিনেটর, প্রশাসনিক বিভাগ সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র কলেজের প্রায় সকল শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল বক্তব্য পেশ করেন। এছাড়াও শিক্ষা মূলক কুইজ প্রতিযোগিতা, সংস্কৃতি অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অনুষ্ঠানে নাচ,গান,আবৃত্তি ও কুইজে অংশগ্রহন করে পুরষ্কার লাভ করে। তাদের এই উৎসব মুখর পরিবেশে উপস্থিত হয়ে সাইক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেন।
সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদার সহিত পালন করা হয়। সাইক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।
